মাটি ছোঁয়া বসন্ত


রক্তিম আভায় বসন্ত যৌবন পরিপূর্ণ
পলাশ কাঁথায় নিজেকে অর্পণ করেছে
নৈসর্গিক আলিঙ্গনে।
আগুন রঙে সেজেছে স্মৃতিপটের এ প্রান্তর থেকে ও প্রান্তর
কোকিল
শিমূল
প্রকৃতি
নেশাতুর।
মাতাল সুরে টালমাটাল।
বসন্ত বাহারে কিছু জিজ্ঞাসা আত্মদগ্ধ
কালচে রঙের আঁচড় কাটা আবছা প্রচ্ছদ,
ঝরে পড়া পাতায় লিখিত থাক দুঃখ গল্পের ঠিকানা
পলাশ তুমি ক্ষণিকের সৃষ্টি
খসে পড়া শিমুল পাঁপড়ি বিলীন হয় বসন্ত ছোঁয়া
মাটি গর্ভে!


মাটি নশ্বর
মাটি ব্রহ্ম
মাটি ঈশ্বর।


বসন্ত ও পলাশ, আত্মা ও পরমাত্মার রূপান্তর।


লেখা - ধীমান দাস
          বালুরঘাট
          ২৭/০২/২০২২