মেঘবালিকা
তোর চোখের কোণে ভালোবাসার অনেক না জানা কথারা খেলা করে,
মেঘবালিকা
তোর চুলের ভাঁজ অজন্তার কারুকার্যের প্রতিচ্ছবি
মেঘবালিকা
তোর কথার মিষ্টি ছোঁয়ায় ভেসে যাই গাঙচিল হয়ে ওই মরুশূন্যতার মাঝে,
মেঘবালিকা
তোর হাসির জলোচ্ছ্বাসে ভিজে উঠি বারবার খোলসবিহীন ঝিনুক হয়ে,
মেঘবালিকা তোর আবেগগুলো ঢাকা থাক গোলাপের সতেজ লাল পাঁপড়ি আদরে,
মেঘবালিকা
তোর একাকীত্বে আলাদীনের প্রদীপ হাতে জ্বলতে চাই গোধূলি বেলার সাঁঝে,
মেঘবালিকা
তোর অভিমানে কৃষ্ণের বাঁশির সুরে মাতাল হয়ে হারিয়ে যাবো অবুঝ মনে ,
মেঘবালিকা
তোর দুঃখগুলো মিলিয়ে যাক উন্মুক্ত আকাশের অচেনা ঠিকানায়,
মেঘবালিকা
তোর সুখগুলো বারবার জড়িয়ে ধরুক স্থায়ী কুয়াশা চাঁদর হয়ে আমার চলার পথের পাথেয় হয়ে।


লেখা - ধীমান দাস
          বালুরঘাট