কিছু বাতাস বিনুনি করে চলেছি সংগোপনে
  নৌকো বসন্তে চলেছি আত্মা বিলীন পথে
  কোথায় পাবো বাউল একতারার স্থলপদ্ম
  বাঁশির সুরে ঘুমিয়ে পড়েছে তুলসী মঞ্জরীর
  শুকনো জন্ম,
  ঘুমোতে চাই জলপাই পাতার গভীর সবুজে
  ছোঁবে আমায়
  হাত বুলিয়ে দেবে আমার কপাল আঙিনায়
  না কবিতাগুলো খুঁজে পায়না
  অক্ষর বস্তি ঠিকানা
  সহজ পাঠের কোণায় কোণায়,
  ভালোবাসার চোখে হার মানা জল
  জড়িয়ে রাখি
  শুকতারা বুকে দেবালয়ের শাপলা কুঁড়িতে
  পথ খুঁজি আমি
  মন্দির চৌকাঠের শেষলগ্নে,
  ভিক্ষা ঝুলিতে চোখ বুজি
  চৈতন্য প্রেম আকুলতায় নিবিড় ভক্তি প্রসাদে
  ফিরতে চাই লাল জবার পাঁপড়ি আদর সমাহারে
  ক্লান্ত সন্ধ্যায় ঘুম ঘুম চাতক চোখে
  ছুঁয়ে দেবো তোমায়
  হিমেল ঠোঁটের বালিঝর্না আলপনায়।
  
  ধীমান দাস
  বালুরঘাট