নির্বাক অবয়ব


ধীমান দাস


এক নির্বাক অবয়ব
নিস্তব্ধ জ্যোৎস্নার কলঙ্ক শরীর
প্রেম খুঁজি,
বাতাসের আর্দ্রতায় শান্ত চোখের নিঝুম পলকে
নিজেকে বুঝি
দেহ পোড়া গন্ধে চন্দন সাজে
বৈশাখের প্রবেশ,
নতুন প্রেম
নতুন শান্তি
নতুন আশার আত্মচেতনা
ক্ষত গভীর অনন্ত সময়ের মূর্ছনায়
তবুও মৃত্যু তবুও নব জন্ম।
ফিরে দেখা অতীত সুতোর স্মৃতিপট
আমি বর্তমান মিটমিট নক্ষত্র ,
এ এক নির্বাক অবয়ব।


লেখা - ২৩/০৩/২০২২
সময় - ১১টা ৪৫ মিনিট (রাতে)
স্থান - বালুরঘাট