নিশ্চুপ বালিকাছায়া
ধীমান দাস


গলিপথ একা
অনাথ বালিকার থমথমে নিস্তব্ধতা
অসীম অন্ধকার প্রহরী।
তুমি কি ' ছাড়পত্র 'এর কবি
একটু দূরে থাকো, তবে
শব্দ, বাক্য, অর্থ সব লালায়িত
জীভ লাল শালুকে মোড়ানো,
খোলস ছাড়ে প্রত্যহ
সত্য অন্বেষণ দূর সূর্যের চাবিকাঠি
ঘামের গন্ধ অচেনা
আগুনের মাতলামি পকেটের ফুসফুসে।
দৃঢ়তা ফেরাতে গলিপথ মুখে
অন্ধকার ঠেলি,
ধান শিসে ডুব দিই
চেষ্টা করি কবিতা লেখার
শব্দ গুলো গা বেয়ে সরীসৃপ হয়ে ওঠে
গিলতে আসে হা মুখে ঘুটঘুটে ইতিহাস,
টিকটিকি চারিদিক
টিক্ টিক্ টিক্
গলিপথে দীর্ঘ নিঃশ্বাস একবুক
অনাথ বালিকাছায়া নিশ্চুপ।


লেখা - ১২/০৪/২০২২
সময় - ১০ টা ১২ মিনিট (সকাল)
স্থান - বালুরঘাট ।