নতুন ভোর


ধীমান দাস


বাংলা ভাষা তুমি এপার বাংলার,
তুমি ওপার বাংলার
সমস্ত পৃথিবীর কপালে দিব্য সিঁদুরচাঁদ
ভ্রুকুটি ভরা সমাজের স্বস্তির নিঃশ্বাস,
রবীন্দ্রসঙ্গীতের প্রজাপতি আলপনা,
প্রশান্তির পথ
মুক্ত শৈশবের উন্মুক্ত প্রকাশ।


আজ অমর একুশে ফেব্রুয়ারি
শহীদ বেদীতে জেগে ওঠে
মায়ের লেপটে থাকা কান্নার চৌচির আর্তনাদ
রক্তে লেখা বাংলা অক্ষরের অমর জীবাশ্ম,
রক্তস্নানে নববধূ সেজেছিল রাজপথ
বরণ ডালায় ভেসে ওঠে
রফিক, বরকত, জব্বার আরও ভাষাপ্রেমীর
তেজস্বী মুখ।


হে অমর তাজা প্রাণ
তোমাদের স্যালুট আজীবন
অবশেষে এক নতুন ভোর
অবসাদের বেরঙিন ধোঁয়ায় ক্ষয়িষ্ণু সময়ে,
ঈশ্বরীয় শঙ্খধ্বনি।


বালুরঘাট
২১/০২/২০২২