অথৈ নীরবতা
ধীমান দাস


চলো পৃথিবীর আদিম সীমানায় চোখ দুটো ঢাকি
যেখানে তুমি আমি বেঁচে থাকার মালা গাঁথি।


আকালের কপালে তিলক চাঁদ লুকোচুরি খেলে
মাটির কান্না হামাগুড়ি দেয় ভিখারীর কোলে।


ঘাম ভেজা সন্ধ্যায় প্রেমশীত আলিঙ্গন
ধ্রুবতারা চিরন্তন বৃষ্টির জন্মের মতন।


বুক পকেট কামড়ে যে জীবন বেরঙিন সস্তা
আলোর রোশনাই পতিতার অথৈ নীরবতা।


শালিকের ঠোঁটে আবার জন্ম নেবে ইতিহাস
ফিরবো  লালন জগতে নশ্বর দেহে প্রাণোচ্ছ্বাস।


লেখা - ৩১/০৮/২০২২
স্থান - বালুরঘাট