কবিতা - পদ্মনাভ
               ধীমান দাস


তুমি ভোর আলাপন   চোখের কাজল
রাঙা পথ যাযাবর     মায়ের আঁচল
ধূ ধূ দিন দাবানল     আমার শহর
রাত হাসে রোষানল   গুনছে পহর
তুমি বলো ভালোবাসো  পিপাসার চোখে
মন বলে যবনিকা    মেঘের পলকে
ছায়া কাঁদে গলিপথে  দুপুরের হাসি
গান গায় ফুটপাত    জীবনের বাঁশি
কোথা খুঁজি সুখপাখি  উজান হাওয়া
শোনা যায় ভাটিয়ালি  নদীর গাওয়া
পাখি গায় একতারা  সাঁঝের বেলায়
দেহ ভাসে দিনরাত   বেহুলা ভেলায়
সাদা পাতা ধারাপাত  হিসেব অমিল
সূ্ঁচ সুতো অনুপাত    তবু গরমিল
লাল নীল ভাবাবেগ  নিভে যায় আলো
ভিজে কথা অভিনয়  মায়া জাল কালো
আর কত মহাবীর  খোলো চোখ কান
ঘুম চোখে ভগবান  অকাল শয়ান।


লেখা - ২৪/০৭/২০২২
সময় - ১০ টা ৪৪ মিনিট (দিন )
স্থান - বালুরঘাট