পাখি জন্ম ইতিহাস


স্লোগান তালুতে দূর্বাজন্ম স্বপ্নগুলো
অ্যাকুরিয়ামে সাঁতার কাটে,
ফুরিয়ে যাওয়া কিছু কথাপল্লব
আটকে শ্যাওলা ঠোঁটে
ক্লান্ত নগরের বাইপাস শিরোনামে
ওম্  দুর্গা ওম দুর্গা এক আত্মিক চেতনা,
নির্বাসনের পুলক সুখে জাগে
একশো আট পদ্মের জৈবিক মাতৃশক্তি।
অভিযোগগুলো ভিটেমাটির ঘ্রাণে
একটু একটু করে দ্বিবীজপত্রী হয়ে ওঠে
সান্ধ্য পথে খই  ছিঁটানো চোখে
উনুন মৃত্যুর পরিপূর্ণ ভাস্কর্য!
তুমি এলেনা তবুও, তুলসীপাতায়
ছবি আঁকতে নবান্ন উৎসবের,
চলো ঢাতক জিহ্বায় পুতুল খেলি
শরত পল্লীর মমি দেশে
টুপুস টুপুস বৃষ্টিরা শুঁয়াপোকা মাখে
হারাবে পৃথিবী পাখি জন্ম ইতিহাসে।


@ ধীমান দাস
     বালুরঘাট।