প্রতিপদের চাঁদ


ধীমান দাস


শূন্য প্রহরের নিস্তব্ধতায়
থৈ থৈ আকাশের নিষ্প্রাণ ঠোঁট
পুঁইরঙা শাড়িতে দাঁড়িয়ে
তুমি,
অতীত অন্ধকারের  প্রতিমূর্তি
ভাটা বালিয়াড়ির ছোটো গল্প
নিজস্ব মৃত্যু চেতনায় শুকনো লজ্জাবতী।
প্রতি পদের চাঁদে
সাদামাটা স্বচ্ছ জীবন বোধ
তবু চাই,
গিজগিজ সস্তা প্রেমালাপ
প্রাণের বসন্তে,
অপেক্ষায় কাল্পনিক শ্রীজিতা
বাসন্তী বর্না।


মরিচা পড়া রাস্তার উত্তপ্ত বুকে
প্রাণ জুড়ানো দিঘির উদার শান্তি
এক তৃপ্ত প্রকৃতি ছন্দ
মধ্যরাতের নীলিমায়
আচ্ছন্ন এক ঘোর
জেগে আছি এখনো
দূর পথের নিরুদ্দেশ ঠিকানায়... ।


লেখা - ১৮/০৩/২০২২
          বালুরঘাট