তোমার একটা জগৎ আছে
যে জগতে প্রয়োজন হই
                  প্রিয়জন নই


আমার অন্য এক জগৎ আছে
মহাজাগতিক জগৎ
ভোর সূর্যের আলোটা আমার বুকে লেখে
জীবনের শতনাম।


কাব্যিক বৃষ্টিধারা প্রবেশ করে
এক সমুদ্র গভীর ঝিনুক পেটে
তুলসী পাতায় নিজেকে খুঁজি
বিধাতা চরণে চোখ বুজি ।


তোমার একটা জগৎ আছে
কাঁচ প্রাচীরে ঘেরা
যদি কখনো ভেঙে যায়
ওপারে স্থির আমার ছায়াচিত্র
         অনন্তকাল,
তোমার রক্তমাখা পা - এর ছাপ
খুঁজবে আমায় এক ধাপ - দু ধাপ
            বহুধাপ ,
সামনে একযুগ - দূরত্ব
যদি ফিরি কখনো
             মনে রেখো
আমার বুকে অন্য এক জগৎ আছে
আর তোমার জগৎ!
                 প্রিয়জন
                     না
                 প্রয়োজন.....


কবিতা - প্রিয়জন না প্রয়োজন
লেখা - ধীমান দাস
তারিখ - ২৪/০৪/২০২২
সময়- ১২ টা ২০ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট