রাত জাগা ঝিঁ ঝিঁ পোকা
ধীমান দাস


মৃত্যুকূপে তলিয়ে যাচ্ছো
শরীর অবশ
আরও অবশ
চোখ দুটো জমাট রক্তের কারখানা
ভুলেও বাঁচতে চেয়ো না
প্রজাপতি ডানা রঙহীন জীবাশ্ম
এখন লন্ঠন জ্বালিয়ে ভাবনা খুঁজি,


না এখন দুপুর নয়
যেতে হবে হাঁটতে হাঁটতে
নদী নাকি সরীসৃপ
বিলীন প্রজাতি
তবে
স্বপ্নের কি হবে
চলো ভাগাভাগি করি
বাড়ির আলখাল্লা দরজায়,
যদি
ঘুমের ঘোরে পাশ ফেরো
আমাকে ডেকো
নাভিতেই লুকিয়ে মৃত্যু
অচিন সুখ
আমি ও রাতছায়া


রাত জাগা ঝিঁ ঝিঁ পোকা।


লেখা - ১৪/০৭/২০২২
সময় - ১০ টা ২৮ মিনিট (রাত্রি)
স্থান - বালুরঘাট