কালপ্রবাহে আবহমান রবীন্দ্র চেতনা,
জীবন সুরের সৃষ্টি ও অনুপ্রেরণা
সহজপাঠ বটবৃক্ষের বেড়ে ওঠা কোষগুলো,
রবীন্দ্রঘ্রাণে গায় সর্বদা,
" সেদিন দুজনে দুলেছিনু বনে "।


রবীন্দ্রনাথ এক মাতাল তপস্যা
রবীন্দ্রনাথ এক মুক্ত অচিন পাখি
রবীন্দ্রনাথ এক জীবন রসদ
রবীন্দ্রনাথ এক আধ্যাত্মিক চেতনা।


বারবার মনে হয় কোথাও শূন্যতা ছবি,
মৃত্যু উপলব্ধি
খুঁজি তোমায় প্রতিমুহূর্তে নৈসর্গিক প্রেমে,
ভূবনডাঙা মাঠে ঘাসগুলির ফাঁকফোকরে হাতড়াই,
তোমার চুম্বকীয় শক্তি।


তবুও তুমি বিরাজমান চিরকাল
কলম কালির ঘুমচোখে
খাতার পাতায় জীবিত ভূমিকায়
অক্ষরমালার প্রতিটি ছন্দে ছন্দে
বাউল দোতারার টুঙটুঙ ধ্বনিতে
হৃদয় জোয়ারের কোপাই জলে ।


রাঙা মাটির ঐশ্বরিক পটভূমিতে
হৃদয় নিংড়ানো বৃষ্টিধারায় ভিজাতে চেয়েছি,
তোমার দৈব চরণ।


আহ্বান করেছি তোমার মানবিক সত্ত্বার বিশাল ব্যাপ্তিকে,
আহ্বান করেছি তোমার ভালোবাসার গভীরতাকে,
আহ্বান করেছি তোমার উদারতার
সোনারতরীকে,
আহ্বান করেছি তোমার কাব্যিক শক্তির ব্রহ্মান্ড কে।


ছুঁয়ে দাও আমায় মানব কল্যাণে
ছুঁয়ে দাও আমায় আত্মবলিদানে।


ধীমান দাস
বালুরঘাট।