রবির তীরে
ধীমান দাস


এসেছি কোপাই তীরে
বাউল উন্মাদনায় ডুব দিতে
কিছু শব্দ কলমে ভরে নিতে
মন খোঁজে ধীরে ধীরে।


এসেছি সৃজনীর শিল্পে
মাটির গন্ধে মাটির টানে
মাদলের সুর কানে কানে
যাবো না কোনো বিকল্পে।


এসেছি খোয়াই ধামে
আখড়ায় বসি সব ভুলে
প্রজাপতি মন ফুলে ফুলে
রঙিন নৃত্য ডানে বামে।


এসেছি শান্তিনিকেতনে পবিত্র ভূমে
আম্রকুঞ্জে গভীরতায় হারিয়ে যাই
এই সৃষ্টিতে বিলীন হতে চাই
রহিব কবির পদযুগল চুমে।


এসেছি রবির তীরে
উপাসনা গৃহের দরজায় আমি
সম্মুখে রবি, বারবার থামি
" আবার আসিব ফিরে । "


লেখা  - ২০/০৪/২০২২
সময় - ৪টা ২৮ মিনিট ( বিকেল)
স্থান - বালুরঘাট