সন্ধ্যা চোখের অন্তরালে


ধীমান দাস


ফড়িং হবে ঘাসফড়িং
সারাক্ষণ ফড়ফড় করে উড়বে
কবর দরজার সামনে।
মানুষ নিষ্ঠুর
সমাজ নিষ্ঠুর
জীবনটাও .....
স্যাঁতসেঁতে রাস্তার মেরুদণ্ড লজ্জিত
শহুরে বুক পকেটে অহংকারী আবেদন
শরীর জুড়ে সাদা কাপড়ের ধবধবে সজ্জা
ঠিক যতটুকু লাগে শবদেহে,
একদিন বিদায় নিতে হবে
আকাশ নীলে....


আংশিক গ্রহণে সূর্য ও অন্ধকারে ডুবে
পাখি হলে মুক্তি পেতাম
যদি ডানা দুটি কেটে নেওয়া হয়
তবুও ছটফট করতে করতে বেঁচে উঠতাম
অলিখিত অভিযোগে।


তুমি শিমুল তুলোর উষ্ণীয় প্রেম
এভাবে থেকো অনন্তকাল
মৃত্যু প্রহরী হয়ে,
একটি প্রস্ফুটিত চারাগাছ
মনের কোণে পুঁতে দিও
যদি ফেরা হয় কখনো
ঝিনুকপ্রাণে
ভেজা বালির দেহে হারিয়ে যাবো
সন্ধ্যা চোখের অন্তরালে


আর তুমি......?


লেখা - ০১/০৪/২০২২
সময় - ২ টা ১০ মিনিট (দুপুর)
স্থান - বালুরঘাট