সুড়ঙ্গে বাসা বাঁধে কিছু স্বপ্ন কঙ্কাল
কিছু স্মৃতি জড়ানো মায়াকান্নার ঘ্রাণ
ক্রমশঃ আষ্টেপৃষ্ঠে ধরে শরীরের
সৌরভ জালিকা।
সাদা শাড়িতে দাঁড়িয়ে কোনো
গোধূলি কন্যা
সাদা ধবধবে শাড়ি বলাকা
এক নারী ছায়া ঘুরপথ।
অজান্তেই স্পর্শ করেছি তার কপাল চন্দ্রবিন্দু
এঁকেছিলাম কফি ধোঁয়ায় দেওয়াল চিত্রপট
জড়িয়ে ধরা মধুবনী শাপলা,
সেই সুড়ঙ্গ মুখে ঘুমিয়ে থাকা
দূর্বা চুমু প্রলেপ।
কে ছিলে তুমি?
যুবতী নারীর স্বপ্ন আলস্য?
নাকি শেষ বেলার বিছানা চাদর।


বালুরঘাট