চৌরাস্তার মাথায় লাল, হলুদ, সবুজ নগ্ন ট্র্যাফিক সিগন্যালে দুটি বিকল শ্বাসতন্ত্র
একটু জল ও চৈত্র কপালে যজ্ঞটিপ হতে চায়।
দুটি চোখ অস্বপ্নের আঁতর গন্ধ মাখামাখি করে
পোড়া চাঁদের গন্ধে শিবের ডমরু ও নিঃশব্দে ঘুমিয়ে
ক্লান্ত রাস্তা,
অন্ধকারের সৌখিন হৃদয়ে ছটফট রক্তবীজ উৎস।
শ্যাওলা ধরা ইট বালিশে সময় শিশু বুলবুল পাখির গানে,
অম্লান গন্ধ কুড়ায় ঠোঁটে
কিছু বিস্ময়বোধ আজ ক্যান্সার সর্দিতে আক্রান্ত।
নমস্কার করা দুটি হাতের মাঝে অবৈধ টর্নেডোর
" সূচ না সূচনা পর্বের থাবা "
ফুটপাতের আদুরে চটচট শব্দের শকুন পাখায়
শিশুটির বোধশক্তি অচল বৈরাগী।


কবিতা - শকুন পাখা
লেখা - ধীমান দাস
তারিখ - ১০/০২/২০২২