সৃষ্টিসত্ত্বা মা


" ঘুম পাড়ানি মাসি পিসি বর্গী এলো দেশে "
মাগো, তোমার কন্ঠে সেই ছড়াগান
আমার হৃদয়ের জীবন্ত দলিল
জেগে ওঠা চিরন্তন স্মৃতি।
তোমার হাতের মসুর ডাল, আলুভাজা আর কচু শাক
পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদের সমাহার,
তোমার মায়াভরা আঁচলে যে চিরশান্তির কারুকার্য
যেখানে নগর সভ্যতা অত্যন্ত মূল্যহীন।
মাগো, জীবনের খোলা পাতায়
শুধু তোমায় আঁকি বারবার
শিশু শিক্ষার পাতায় তোমার
অমর স্পর্শের মায়াঘ্রাণ।
তোমার মনের মন্দাকিনী ধারায়
আমাদের অভিমান গুলোকে জড়িয়ে ধরো,
তোমার চরণ মাথায় রাখি
যুগান্তরের অমর পথে।
মাগো, তোমার ছোটো ছোটো খেয়াল রাখার অভ্যাস,
আজ ও আমার মনের আঙিনায়
হাঁটাচলা করে চলেছে অবিরাম।


তুমিই আমার প্রকৃতি শ্রেষ্ঠা মা
সৃষ্টিসত্ত্বা মা।


ধীমান দাস
বালুরঘাট