উদ্বাস্তু আগমনী



লোকসঙ্গীতের সোহাগী মুখরায় আগমনীর মার্তৃপক্ষ,
ফাগুন প্রেমে বিসর্জনের কোরাস  সন্মেলন
বিদায়ী শরতে শুষ্ক কাশফুলের অনাবিল আর্তনাদ,
শূন্যস্থানের লিরিকে উদ্বাস্তু লজ্জার কম্পনাঙ্ক
বেআব্রু সময়ের ফোকাসে সতীদাহের ক্লাসিক্যাল চিতা।
আগমনীর রামধনু পাখনা মেলে শরতের চুপকথায়
ধূসরবর্ণা আদ্যাশক্তি বারবার উজ্জীবিত হোক,
মানস প্রেমের উন্মুক্ত আরাধনার ভূমিকায়।


বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর।