রঙ চটা টালির উত্তপ্ত বুক
ঘোলাটে দুটো চোখ
অসমাপ্ত  উপন্যাস
অপলক মোমছবি।
যেদিন হারিয়ে যাবে সভ্যতার ধূপছায়া
সেদিন আমার ছায়াও হারিয়ে যাবে,
ছায়াসঙ্গী ঈগল পাখি
ভাত গন্ধের শীতল পাটিতে
সীমাহীন শান্তি
মাটিও তোকে খুব ভালোবাসে
দপদপে প্রদীপের বুক
সাদা মেঘগুলো গুছিয়ে রেখেছি
পাঁজরের ভাঁজে ভাঁজে
ভালোবাসা তুমি দাঁড়াও!
এগিও না আর
প্রয়োজন টাও শেষ হবে একদিন ।
                দূরত্ব-
ভালো থাকার স্বরলিপি,
               জীবন -
উপলব্ধি, শিক্ষা, দহন, মৃত্যু...


            উন্মুক্ত পাখি।


কবিতা - উন্মুক্ত পাখি
কবি - ধীমান দাস
তারিখ - ১৮/০৪/২০২২
সময় - ৮ টা ৪৯ মিনিট (সকাল)
স্থান - বালুরঘাট।