উষ্ণ ডেকানট্রাপে মরুবালির শীতঘুম,
পুজো পারদে আলপিন উত্তাপ,
এক মুঠো রোদ শামুক খোলসে।
কিছু মায়াকান্নার অ্যালবাম
বারবার পাতা উল্টায়,
মন গ্যালারির হিমঘরে।
উপগ্রহের ট্রায়াল রুমে ঘুরপাক ,
দ্রৌপদীর বস্ত্রহরণ ক্যানভাস
ভাসে কলিঙ্গ রক্ত বীজ।
পাশবালিশে ঘুমিয়ে এক অন্য শরৎ,
রঙিন চিতাকাঠে দাঁড়িয়ে এক অন্য পৃথিবী,
দূরে নির্জনতায় দাঁড়িয়ে আমার উষ্ণ জন্মান্তর।


রচনা–ধীমান দাস
বালুরঘাট
৪/১০/২০২১