তোমার আর আমার ভালোবাসার মাঝে,
একটা অন্ধকার আছে
হয়তো একটা আকাশ ও আছে।
যে আকাশ টা চেয়েছিলাম তোমার কাছে,
মনে আছে
মনে আছে তোমার?
ভালোবাসার সেই অভিযোগ গুলোর কথা,
যেখানে স্যাঁতসেঁতে মাটির সোঁদা গন্ধে
কথা বলতো আমার আঁতুড় চোখ দুটি,
অভিযোগ গুলি আজ তুলে রেখেছি খুব যত্ন করে
কফিনের শেষ পেরেকের গায়ে।


তোমার আর আমার ভালোবাসার মাঝে,
একটা নির্বাসন আছে
হয়তো একটা অভিশাপ ও আছে
ওই দেখো
দেখো তুমি
ভালোবাসার কথা গুলো কেমন, টুকরো টুকরো মৃত্যু বরণ করেছে
বুকের সূচিপত্রে প্রথমেই আঁচড় কাঁটে তোমার অক্ষর কথা
দোয়াতের কালিও জমাট বেঁধেছে নিঝুম বাসর যাত্রায়।


তোমার  আর আমার ভালোবাসার মাঝে,
একটি শেষ আছে
হয়তো একটি শুরু ও আছে
লিপস্টিকের গভীরে রঙিন আস্তরণে
শুকনো পাতায় লেখা আমার নামের সমাধি,
সেখানে লোডশেডিং এ আঁকতাম ষোড়শী চোখে,
শ্রাবণের অ্যাসিড সন্ধ্যার মুখচ্ছবি।।
জলজ উদ্ভিদের ছিন্ন নৃত্যকলা
ঝাঁড়বাতি রোশনাইয়ের অভিনব জালিকাবিন্যাস।


তোমার আর আমার ভালোবাসার মাঝে,
একটি অকাব্য আছে
হয়তো একটি  কাব্য ও আছে।
বালিয়াড়ি আঁচলের তুলতুলে আদর ছোঁয়ায় তোমার ধ্রুপদী ছায়া
এক স্বপ্নে ও ছিলে তুমি বৈদেহী, মানবী আত্ম উপলব্ধি
সাক্ষী আমার এই জন্ম, পরজন্ম সময় বিভীষিকায়
এখনও দাঁড়িয়ে দরজার আড়ালে তোমায় ছোঁব বলে........




লেখা - ধীমান দাস
          বালুরঘাট
          ০৬/০১/২০২২
          রাত্রি - ১২.৫৪