চললাম মাগো স্বপ্নালোকে
ওই দূরে ওই চন্দ্রালোকে।
রুপোলী স্নিগ্ধ দ্যুতির টানে
ছুটেছি মোর ঘুমযানে।


চলবো অভিকর্ষের বুক চিরে
আস্পর্ধা কার রোখে মোরে!
চড়বো চাঁদের পাহাড় মাথে
করব আলাপ বুড়ির সাথে।


আর আমি হাঁটবো নাকো
ভাসবো আর উড়বো সেথায়,
পাই যদি কোন ভিন প্রাণী
জানব তারে আলাপ-চারিতায়।


শুনবো চরকার ঘড়ঘড়ানি
সাথে বুড়ির ফড়ফড়ানি,
খুনসুটি বেশ জমবে মনে
ঘুমাবো বুড়ির চরকা গানে।