দেখেছিলেম ইহ জগতের আলো,
স্পর্শে তব, ওই মমতাভরা কোলে;
উল্লসিত তুমি ভুলেছিলে প্রসব ব্যাথা
পেয়ে মোরে, চুমেছিলে কপোলে।


স্নেহের পরশমাখা কি সে তব চুম্বন!
নিমেষে থামে মোর ছটফটানি, থামে ক্রন্দন।
শুরু হয় মোর পথচলা তোমারি দুহাত ধরে,
চোখে চোখে সদা রেখেছো খেয়াল, আগলেছো তুমি মোরে।


ভয়, অসহায়বোধে পেয়েছি সদা, তব সান্নিধ্য;
স্নেহ, মমতা হতে দাওনি কভু, একটুও ফিঁকে তো!
প্রবল দুঃখে, কষ্টে যে আঁচল তব, মুছায়েছে অশ্রুজল,
প্রখর রৌদ্র তাপে তাই দিয়াছে, ঘন ছায়া শীতল।


মায়া ভরা এ ধরায়, রোগ-ব্যাধি যত মর্কট,
করল না তব ক্ষমা আর, সেই দূর্দান্ত, অপরাজেয় কর্কট।


নিভলো‌ সাঁঝ বাতি, মায়া-মমতাও হল নিঃশেষ;
হল অপূর্ণ, একটি পূর্ণ পরিবারের অংশ বিশেষ।
কুন্ডলীকারে উঠল সেই... অগ্নিকুণ্ডের কালো ধোঁয়া;
তুমি দিয়া গেলে মোরে, তোমার শেষ ছোঁয়া।