জন্মি যদি এ ভবে আমি, পুনর্বার;
এসো যেন ফিরে সখী, তুমিও আবার।


এসো কোন ভরা শ্রাবণে, শ্রাবণী হয়ে;
কোন ফাল্গুনে আবিরে নেয়ে, ফাল্গুনী হয়ে;
কিংবা কালবৈশাখীর ন্যায় দাপুটে কোন, বৈশাখী হয়ে;
তবু এসো তুমি, থাকবো আমি, তোমার পথ চেয়ে‌।


তোমার ওই ডাগর দুই কাজলা চোখে,
খুঁজিব মোর ভালোবাসা, হৃদয়ে প্রেম মেখে;
না হয় দিবে কিছু সময় এই অবোধের তরে,
যে তোমার ভালোবাসা অহর্নিশ খুঁজে মরে।


এসো যেন সখী তুমি আর একটিবার,
দিওগো সুযোগ মোরে, এ জনমের ভুল শুধিবার;
বইবো না আর যত অনুক্ত শব্দ-বোঝা,
বলিবো তোমারে সব, বরং ঢের বেশি সোজা।


না হয় ফিরাবে মোরে তুমি, ব্যথিত হৃদয়;
একবারও তো সন্মুখে তব, দেখবো তনুময়!
না হয় হবে, স্বপ্নঘেরা যত আশা সব-ই লুপ্ত;
তবু জানাবো তোমায়.. এ দীর্ঘ বাসনা মোর সুপ্ত।