দল বেঁধে ঘুরি মোরা
ফসল করি সাঙ্গ।
পদবীতে আছে পাল
নাম মোদের পঙ্গ।।


(তোমরা) কষ্ট করে ফলাও ফসল
তা কিবা করব আর,
এ পৃথিবীতে আমাদেরও আছে
বাঁচার অধিকার।


দুনিয়াটা চষে দেখি
কত ধর্ম-বর্ণের রঙ্গ!
নহি সাদা, নহি কালো
ধূসর মোদের অঙ্গ।


পদবীতে আছে পাল
নাম মোদের পঙ্গ।।