যুগে যুগে ওদের দশা জীর্ণ;
দিনে দিনে ওদের হতাশা বিকীর্ণ;
কত আশ্বাস দুর্দশা মোচনের,
ভোগ-লালসায় উদ্যোগসব, চূর্ণ-বিচূর্ণ।


এসেছে কত, আর কত গেছে;
ভুলে সব প্রতিশ্রুতি, নিজেদের গুছায়েছে।
জানি আরও... আরও কত আসবে,
হায়, ওদের কথা কারা যে ভাববে!


ধুঁকছে ওরা রোজের দিনযাপনে,
কাটছে নিশিদিন অনিদ্রা-অনাহার।
ওদের সলিল-সমাধিতে তৈরি তাদের প্রাসাদ,
সেথায়ও রয়েছে অনিদ্রা, কারণ রঙিন চিত্রহার।


আর নয়, এবার গর্জে উঠুক ওদের হুঙ্কার,
হোক চুরমার তাদের ভীষন যত অহংকার;
নতুবা অশ্রুত ওদের সব চাপা আর্তনাদ।
চারিদিকে শুধু ধ্বনিত হোক, ওদের কঠিন বজ্রনাদ।