সফলতার একশ উপায়
বিফলতার কটা?
একবারও না হলে বিফল
ঘাটতি খোঁজা বৃথা।


সফলতার প্রায় প্রতি পূর্বে
আসে বিফলতা,
একবারে হলে সফল
গুরুত্ব বুঝবে কি তা!!


বিফলতা শেখায় অনেক
বড় অভিজ্ঞতা জড়ো করে,
সময়মত তা কাজে আসে
জীবনের পরিসরে।


তাই বলে কেউ বলেনা
তুমি বিফলতায় থেকো,
শুধু, সফলতা যখন অনেক দূরে
মনোবল অটুট রেখো।


জেনো তুমি সবার মধ্যেই
কিছু গুণ থাকে,
কেউ যদি সেথায় না দেয় ধ্যান
কিইবা যায় আসে তাতে!!


প্রখর তাপ ঝরিয়ে, দিনশেষে
রবিও যায় অস্তাচলে,
সদুপায়ে করলে শ্রম
যাবেনা বিফলে।