যৌবন হারিয়ে কবেই পা রেখেছি বার্ধক্যের ঘরে
ভুলেছে মোরে সবে, আর থাকিনা সমাদরে।


বর্ণও হয়েছে বিবর্ণ, নেই রূপের ছটা
দেহ মন জুড়ে এখন শুধু আঁধারের ঘনঘটা।


ঝরা পাতাগুলো আমায় দেখে মিটিমিটি হাসে
কষ্টে তৈরি সাধের কাণ্ডটিও এখনি ত্যাগিলে বাঁচে।


মায়া-মমতা, দীর্ঘ শ্রমের মূল্য, সেসব এখন ক্ষীণ
নবীন সবুজ পাতা বলে আমিই শ্রেষ্ঠ, তুমি হীন।