আজি গগনচুম্বী ছুটিল বারিদ,
        ঘনআঁধার জীমূতের বান!
তাহারই ত্রাসে বিহঙ্গ সকলই,
        ভুলেছে  কলতান।


ক্ষণ-বিলম্বে ধরিত্রী যখনই,
         বারিধারায় ভাসন্ত;
শীতল বারি সিক্ত মনে,
          শিহরণ উদভ্রান্ত।


               --------