দীর্ঘ একটি বছর পরে আবারও শরৎ এল-
'মা দুর্গার' আগমনী বার্তা আকাশে-বাতাসে ভাসল;
কে যেনো তার তুলার রাশি ছড়ালো অনন্ত গগনে,
গাছে-গাছে শিউলি হাসে, কাশ দোলে কাননে;


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহালয়ার সেই শুভক্ষণ এল,
'বীরেন্দ্র বাবুর' চণ্ডীপাঠ শুনে মনে শিহরণ জাগল;
মা যে থাকছেন মোদের ঘরে, চারদিন ব্যাপী,
তাই তো একটু হর্ষ দিতেছে, মনের কোণে উঁকি;


চারটি দিন নিয়ে মোদের কতই না পরিকল্পনা,
একটি বছরের শূন্যতা ভুলতে কেবলই এই জল্পনা;
অবশেষে এল যখন সেই আকাঙ্খিত পূণ্যক্ষণ,
দেবালয়ে শুরু হল দেবী মায়ের ষষ্ঠীর বোধন।