সত্য যতই সত্য হোক মূল্য পায় না তত,
যতটা পায় শঠেরা হয়ে মিথ্যার আশ্রয়রত।


এদেশের বুকে সত্য-মিথ্যা উভয় যদি হয় দোষী,
মিথ্যা পায় জামিন,বিচারে সত্যের হয় ফাঁসি।


সত্যের পথে জয়ী হতে,যারা ত্যাজে মরণের ভয়,
মিথ্যার অট্টহাসিতে ভরে ওঠে ধরনী,দেখে সত্যের পরাজয়।


শুনি, এপথ যতই ক্লেশদায়ক,ততই সুদুরপ্রসারী;
ক্ষণিকের তরে এই পথের পথিক হারাবে নিজের দিশারী।


তবু সদা যদি মুই সত্যের পথে থাকি,
অনুভবে পাই সদা রহে প্রভু,হয়ে মোর সমব্যাথী।


কণ্টকাবৃত পথ চলি সদা নির্ভীক নিশ্চিন্তে,
কভু চরণ নাহি রহে নিশ্চল,অসৎের অনিষ্টে।