তুমি না চাহিয়াই পাইয়াছ মোরে -
  তবুও বঞ্চিত নই! আদর-অবহেলা
  সবই মিলিয়াছে, এই গৃহদ্বারে;
         মিলিয়াছে ছত্রছায়া,যাহা
  মনে বপিয়াছে একরাশ মায়া।


তুমি আড়াল হইলেই,উত্কণ্ঠিত মন
  তোমাকেই খুঁজে ফেরে সর্বক্ষণ;
           না পাইলে নয়ন-সরসী
              যেন কোন বানভাসি
তবু কেন বারে বারে    ফিরিছ হারায়ে!


   হয়ত তোমা আষাঢ় গগনে
ঘন-কালো মেঘ হইয়াও   আছি সযতনে;
এই দুহিতারে লইয়া,হইয়াছ বহু ক্ষত-বিক্ষত
  তবু জেনো মাগো! আমি যে
       তোমারই তরে সিক্ত।


   তোমা দান যাহা পাইয়াছি
          তাহা অসীম;
পরিণাম ফিরাইব নিশ্চল একদিন
সেদিন চাহি না আর   ফিরি হারাইতে;
রহিব কেবলই তোমা মনের কোণেতে।


            _________