যেন মরণের মাঝে সদা কানে বাজে
যা পেয়েছি, তার তুল্য নাই যে-
পেয়েছি হরিৎক্ষেত্র,বিশুদ্ধ সমীরণ
অপরূপ পুষ্পরাশি মুগ্ধ দু'নয়ন-
শাখে-শাখে বিহঙ্গ,সুমিষ্ট কূজন
কলাপের নৃত্য,পরভৃতের কুহু-তান


রামধনুর রঙ মেখে না পাই পরিত্রাণ
বিভাবরীর চন্দ্রপ্রভায় করেছি স্নান


পেয়েছি ধরিত্রী মাতারে,
খেলেছি তারে সাথে লয়ে
শুধু না পাওয়া পরশখানি,
দেয় মোরে হাতছানি
কেমনে অগ্রাহ্য করি, তাই-
বিদায়,প্রবাসী,আমি যাই!
  


             --------