ক্লান্ত চরণ শোনে না বারণ
ছোটে দুর্বার গতিতে,
স্বপ্ন অনন্ত আকাশচুম্বী তাঁকে যে
হবে স্পর্শ করিতে-


তাই শীত,গ্রীষ্ম কি বর্ষা
মনে ক্লান্তি নেই,আছে প্রতীক্ষা-
স্বপ্নের আকাশে,যদি কভু মেঘ হাসে,
ক্ষণিকের ব্যবধানে দেব সরায়ে-
             ঝটিকার কোলাহলে!



                --------