"আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেব তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছুডাকে সাড়া দেব না..."
'আগুনখেকো' গানের এই কথাগুলো ছিল আমার ব্রহ্মাস্ত্র।
কলম, পেন্সিল ব্যাগ, বোর্ড এসব তুচ্ছ অস্ত্র।
সেই ব্রহ্মাস্ত্র ভালো কাজ করেছে— আজ প্রমাণ পেয়েছি।
তাই তো আজ এ প্রথম জীবনযুদ্ধে জিতেছি।
(আরও অনেক যুদ্ধ লড়তে হবে)
আমি কৃতজ্ঞ গানের কাছে।

ছোট্ট গোগোলের মতো আমিও দেখতে চেয়েছিলাম রামধনু,
যে এক খবর প্রচার করবে— আমি পাশ করেছি।
(পাশ করাটাই আমার কামনা ছিল)
সে ছিল এক স্বপ্নের কবিতা— আমার আরেক ব্রহ্মাস্ত্র।
সেও ভালো কাজ করেছে।
আমার রামধনু দেখার স্বপ্ন পূরণ হয়ে গেছে।
সে রামধনু প্রচার করেছে — আমি পাশ করেছি।
আমি কৃতজ্ঞ কবিতার কাছেও।

আমি গর্বিত আমি কবিতা লিখি।
আমি গর্বিত আমি গান শুনি। (বাংলা গান শুধু)
গান-কবিতা হতে পারে মানুষের ব্রহ্মাস্ত্র।
গান-কবিতার ক্ষমতা আছে জীবন বদলে দেওয়ার।
গান-কবিতা চেতনা —
সে চেতনার কাছেও আমি কৃতজ্ঞ।


(১৫/০৫/২০২৪)