দয়ার সাগর ওগো দয়াময় তুমি।
তোমাকে পেয়ে ধন্য জন্ম ভূমি।।

করুণা সাগর ওগো করুণাময়।
দুর্দিনের মধ্যে তুমি মানবের জয়।।

বাংলার গর্ব তুমি, দিয়েছো শিক্ষা।
গরীবেরে প্রতিক্ষণে দিয়েছো ভিক্ষা।।

তোমার কাছ থেকে মোরা শিখি অনেক কিছু।
অসৎ মানুষেরা হয় তোমার কাছে নীচু।।

তুমি মোদের গুরুদেব, তুমি হিমালয়।
দুর্দিনের মধ্যে তুমি ভয়ঙ্কর প্রলয়।।

তুমি মোর শিক্ষা, তুমি মোর জ্ঞান।
হিমালয়ের চূড়ায় তব নামে করি ধ্যান।।

দেখিয়েছো তুমি মোদের জ্ঞানের আলো।
তোমার আশীর্বাদে থাকে সবাই ভালো।।

বিদ্যাসাগর, তোমার নামে জয়গান।
তোমাকে আর কখনো ভুলবে না প্রাণ।।


(২৫.০৯.২০২১)