("আগমনী" কবিতার শুরুতে যা লিখেছিলাম, এই কবিতার শুরুতেও তাই থাকছে। আমার কবি কল্পনায় কোভিড-১৯ ভাইরাস ছিল "করোনাসুর"। শুধু করোনাসুর নয়, আমরা চাই সকল অসুরদের নিধন হোক, যারা যুগে যুগে নারীধর্ষণ করে চলেছে। ন্যায় বিচারের দাবিতে এটাও হোক আমার প্রতিবাদের ভাষা, প্রতিবাদের চিহ্ন।)
মা আসছে তাড়াতাড়ি। মাকে আসতেই হবে,---
মহিষাসুরের পর করোনাসুরকে বধ করে
এই মর্ত্যে তাঁকে আসতেই হবে,---
যাতে ভূবন আবার ফিরতে পারে
নতুন আনন্দের ছন্দে।
সব দুঃখ, সব সংকট, করোনাসুরকে ভুলে
শুধুই নতুন আনন্দের গান গাইবে গোটা পৃথিবী।
তখন খুলবে মোদের সব স্কুল,
খেলাধুলো করব মোরা,
বন্ধ ঘরে খোলা জানলা,
বা উন্মুক্ত স্বচ্ছ বাতাসে
আনন্দের হাওয়া খাব, আনন্দে মাতব।
আর চাই না যুদ্ধ,
চাই না মৃত্যু, আতঙ্ক আর মৃত্যু মিছিল,
চাই শুধু নব আনন্দ,
চাই নতুন মুক্তি, নতুন স্বাধীনতা।
করোনাসুরকে বধ করে মাকে আসতেই হবে।।
(০৯.০৯.২০২১)