একটা ছেলে আছে—
ওর ভালো লাগে বাংলাদেশী গান,
গায়ও বটে।
কিন্তু ঘৃণা করে রবীন্দ্রনাথকে।
ও বলে—
"রবীন্দ্রনাথের গান শুনতে কীর্তনের মতো।"
"রবীন্দ্রনাথকে আমি পছন্দ করি না।"
আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে,
তার গানে নৃত্য করে,
কবিতা পাঠ করে বড় হয়েছি।
কিন্তু এই ছেলে রবীন্দ্রনাথের গান গায় না,
ভয়ংকর ঘৃণা করে মানুষটাকে।
শুধু গাইতে থাকে বাংলাদেশী প্রেমের গান।

আমিও তো একজন মডার্ন ছেলে,
কিন্তু রবীন্দ্রনাথকে ঘৃণা করি না, করতে পারি না।

আজও আমি ভাবি—
যদি ওরা রবীন্দ্রনাথকে ভালো না বাসে,
তবে ওরা কী ভালবাসে?
হিন্দি, ভোজপুরী গান? BTS?
ওরা কি বহিরাগত সংস্কৃতি ভালবাসে?
তবে তো আর কোনো কথা নেই।


(০২.০৫.২৪)
মালদা