গভীর বসন্তে কালবৈশাখী
দিল হানা, চুরমার নব পল্লমুকুল,
গোধূলি লগ্নে লগ্নভষ্ট মেয়েটি নিশ্চুপ।
কনের পিতা কন্দনরতা ঝিঁঝিঁ মতো অন্ধকারে একলা।
কলঙ্কিত চাঁদ নেমেছে বিয়ের আসরে।
বধূর পলাশ রঙের শাড়ি ধোঁয়ায় ফ্যাকাশে।
তখন কালো মেঘ জমে রয়েছে আকাশে।
ছিন্ন মুকুলের পাঁপড়ি ধূলোয় পড়ে আছে একলা।