একলা শহর বাঁচে ,
ব্যস্ততারই আঁচে,,
প্রিয় মানুষ বদলালে
ধুলো জমে কাঁচে।


শূন্য গলির দিন,
স্বপ্নেরা রংহীন,,
হারানো ট্রাম রাস্তাতে
প্রতিশ্রুতির ঋণ।


অট্টালিকার আলো,
রাতের বেলায় কালো,,
নীরবতার ভাষা নিয়ে
সরে যাওয়াই ভালো।


ভিনদেশী তারা,
স্বপ্ন দেখায় যারা,,
কাঁটাতারের ব্যবধানে
অর্ধমৃতের সাড়া।


সম্পর্কে রক্তক্ষরণ,
অসময়ে মৃত্যুবরণ,,
পুরানো চিঠির ছাইয়ে
পবিত্রতার হরণ।