আজ সেই ডায়েরিতে
ধুলো জমে গেছে,
খুলিনি অনেক বছর হলো,,
এটা রাগ নয়,অভিমান।
হয়তো একদিন আগুনে পুড়িয়ে দেবো..
নিজেকে যেভাবে পুড়িয়েছি।
রাস্তায়
তোর আলতার ছাপ আছে এখনও,
প্লাবনে ধুয়ে যায়নি।
তোর নিখোঁজ হওয়ার গল্পটা
মেনে নিতে পারিনি।
শুনেছি তুই খোঁজ নিচ্ছিলি আমার..,
তবে কি আবার
নতুন করে নিখোঁজ হবি বলে?
জীবনের অভিনয় গুলো
এভাবেই বেচেঁ থাকনা!!
দূর হতে আরও দূর,
এই ক্ষণিকের যাত্রাপথে
আর হয়তো দেখা হবে না,
তবে শেষের কবিতা রেখে যাবো তোর জন্য ।।