বাঙালি জাতি বিশাল জিনিস
শুধু দোষারোপ করে অন্যকে,
ডাল ভাত খেয়ে ঘুম দিয়ে
অতি আদর করে বন্যকে।


এরা তো মুখে রং কালি নিয়ে
ব্যস্ত মিথ্যে সমালোচনার ঝড়ে,
আর গরম চায়ে তর্কে তুফান
যেন ভোট ময়দানে তারাই লড়ে।


ঘরের মধ্যে ঘরকুনো সব
যেন অহিংসার থেকে হিংসা বেশি,
অন্যের ক্ষতি তৃপ্তি আনে
যেন মানসিকতায় জংলী দেশি।


নিজেরা সব বিশাল জ্ঞানী
তাদের বিশ্বসেরা যুক্তি আছে,
কথা চালাচালিতে সেরার সেরা
শুধু বোধশক্তিই নেইতো কাছে।