এখন সব প্রতিহিংসা ভুলে যান
আগুন নিয়ে খেলা বন্ধ করে,
এইভাবে পৃথিবী ঝলসে যাবে
অস্তিত্বটা ছাই হয়ে যাবে মরে।


দোষারোপ দোষারোপে বিকৃত
সূর্যটাও হাসছে আমাদের দেখে,
মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছে সেও
সব কিছু ছেড়ে যেতে হবে রেখে।


ভুল পথে আজ সবাই আমরা
একদিন ভয়নক বিপদ নেমে আসবে,
চারিদিকে চলবে বেঁচে থাকার আর্তনাদ
কোটি কোটি লাশ মহাসাগরে ভাসবে।


সাধারণ নাগরিক জীবন মূল্যহীন
সরকারি খাতাতে নাম কাটা যাবে মাত্র,
তোমার জননেতা টুইটারে কেঁদে যাবে
শ্মশানে কবরে অচ্ছুৎ অবহেলার পাত্র।