দুজনেই কথা রাখিনি....,
অজুহাত দিয়েছি দুজনেই,
কোন ঠিকানায় হারিয়ে যেতে চেয়েছি?
কোন গন্তব্যের জন্য এত্ত অপেক্ষা?
শেষমেশ দুজনেই ভেসে গেছি জীবনের খরস্রোতায়...,,
দরকার ছিল কি?
কোনো কারণ ছাড়াই প্রয়োজন ছিল কি?
আজ থামতে হয়েছে দুজনকেই,,
তবে কেন ?  
যেটুকু ছিল বেঁচে থাকা যেততো...,
পরিসীমাহীন চাহিদায় দুজনেই ধ্বংসের কাছাকাছি ,,
আজ আর কথা দিয়ে কি হবে.....!
ফিরে যাওয়ার সব রাস্তাই বন্ধ।
ক্ষনিকের অতিথির মতো
আজ শুধুই দিন গোনা,
জীবন আর জীবিকার সীমারেখা
হারিয়ে ফেললেই অস্তিত্ব হারিয়ে যায়।
সময়ের সমুদ্রে সময়ের অভাব,
না পারার অসম্ভব মনটাকে মানানো যেততো,
আসলে দুজনেই তখন জীবনের অর্থ বুঝিনি।
সেদিন দুজনেই কথা রাখিনি....,
অজুহাতের পর অজুহাত,
আজ শেষমেশ কাহিনীর সমাপ্তি,
বুঝেছি দুজনেই
জীবন কতটা তাৎক্ষনিক ।