সব কিছু অচেনা,
আমিও অপরিচিত।
শুধু একটা মুখ....
অনেক পাথর জমিয়ে রেখেছি আমি,
তবুও পাহাড় বানাতে পারবো না।
অনেক চিঠি পাঠিয়েছি আমি,
কখনও তোমায় ফেরাতে পারবো না।
এতো আলো ,,,
তবুও ছায়া আর ছায়া,
কে যে কিভাবে আড়াল করলো জানি না।
অনেক কথা জমিয়ে রেখেছি আমি,
আর তোমায় বলতে পারবো না।
শহরের গলিতে তুমি আছো ঘুমিয়ে,
থেমে গেছে ট্রাম ,বাস সব,,
এভাবেই ব্যস্ততা থামে
আগুনে পুড়ে যায় শব....।
কিভাবে যে হারিয়ে যায়!
ফিরে আসা যায় না,
শুধু ধোঁয়া আর ধোঁয়া
শেষ হয়ে যায় বায়না।