তুই কোথায় আছিস ?
অনেক বছর দেখিনি তোকে,
তোর দেওয়া কাগজ ফুলটা
এখনও রাখা আছে বইয়ের ভিতরে।
তোর শেষ আঁকা ছবিটা
এখনও আছে বালিশের নিচে ।
তোর দেওয়া রঙিন পালকটা
মুকুট থেকে খুলে রেখেছি
অনেক বছর হলো।
তোর দেওয়া মার্বেলের পুতুলটা
আর পুতুল খেলার বায়না করে না।
তোর দেওয়া শেষ ছেঁড়া পাতাটায়
এখনও চোখের জলের দাগ আছে।
অনেক বছর হলো
তুই জিজ্ঞেস করিসনি
বাড়ি ফিরব কবে.....
শুকনো গোলাপের পাপড়ি গুলো
এখনও মনে করায় তোর অপেক্ষা।
তুই কোথায় আছিস?
অনেক বছর হলো কথা হয়নি,
অসীম আকাশে
এভাবে ঘর বাঁধতে হয় বুঝি?
কিভাবে সব এলোমেলো হয়ে গেল,
স্বপ্নের কোলাহল আর নেই,
একটু তুই হলেই তো জীবন কাটিয়ে দেওয়া যেত....
তবে কেন ঠিকানার চিহ্নটুকু রাখলি না...?
তোর অপূর্ণ গল্পে আমাকেও থেমে যেতে হবে,
ফিরে যাওয়ার পথেই
হারিয়ে যেতে হবে একাকী।।