নদী তীরে বসেছিলে তুমি?
অবিকল পায়ের ছাপ,
সেই পুরানো ফুটপাথে
চোখের জলের দাগ।।
এলোমেলো পদক্ষেপ,
সেই গাছের পাতায় যন্ত্রণার আঁকিবুঁকি।
দেখা করলে না যে!
নাকি শুধুই অস্তিত্বটা জানান দিলে!!
পেয়েছো? যেটুকু চেয়েছিলে...
নাকি আজও অপেক্ষায় ক্লান্ত?
আর মিথ্যে স্বপ্নে
জাগিয়ে রেখো না নিজেকে।
অবহেলার আগুনে
নিজেকে দগ্ধ কোরো না,
ফিরে যাও অতীতের সেখানে
যেখানে শুধু একটিই পথ বেঁকেছিল,
যেখানে আরেকটি পথ
শেষ হয়েছিল নীরবে।