মানুষের রক্ত খায়
মানব পশুর দল,
জীবন রক্তশূন্য
দাসত্বের ফল।


শিশুটা ঝলসে যায়
বারুদের স্তূপ,
আমি তো ভালো আছি
কালা আর নিশ্চুপ।


ভোট আসে ভোট যায়
ফলাফলে ভরে পেট,
মৃতদেহ পচে গেলে
তারপরে খুলে গেট।


লাইনে অপেক্ষা
শুধু দালালের খেলা,
এবার সুবুদ্ধি আসুক
চারিদিকে মৃত্যুমেলা।


সবশেষ সবশেষ
চিতাও জ্বলবে না,
কাকেরা ঠুকরে খাবে
অস্থি ভাসবে না।