হালকা মেঘে বৃষ্টি এলে
অপ্রস্তুত হয়েই ভিজে যেতে হয়,
তুই মেঘবালিকার সাজে
কেন এসেছিলি বলিসনি এখনও...
রাস্তার জেব্রা ক্রসিং এর গল্প গুলো
ওই রকম সাদাকালো আজও।
কালো গোলাপের গল্পটা
শুধুই কাল্পনিক,,
অবহেলার অপরিচিত শহরে
সবাই গল্প লেখে নিজের রক্ত দিয়ে।
তবুও ধুয়ে যায় .......
বেঁচে থাকার সুনিপুণ অভিনয়ে
ক্লান্ত হয় সবাই,,,
আবারও বাধ্য শিশুর মতো
ঘরে ফিরতে হয় ।
যন্ত্রণার পাথরে খোদাই হয়ে যায়
আগামীর ইতিহাস ।
ভুলের গাণিতিক ব্যাখ্যায়
শুধু সমীকরণের প্রাচুর্য।
অবহেলার অন্তিম শয্যায় আর কোনো
ঠিক ভুলের ব্যাখ্যা হয় না।
মরা পাখিটার ব্যাঙ্গে
আবার হয়তো পুনর্জন্ম হবে এই পৃথিবীর।